নড়াইলের লোহাগড়ায় ৮ নং ওয়ার্ডে শতভাগ বিদ্যুৎ, ইতনায় ১৫৬ পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ

0
22

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ এ লক্ষ্যকে সামনে নিয়ে নড়াইলর লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডে বিদ্যুতের সর্বশেষ ৭৬ পরিবারের মধ্যে নতুন সংযোগ প্রদানের মাধ্যমে ওই ওয়ার্ডের শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বপ্নবীথি পার্কের সামনে আয়োজিত মঞ্চে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২.৭৩ কি.মি এলাকায় সরকারের ৩৫ লাখ টাকা ব্যয়ে ৭৬ পরিবারের মাধ্যে এ সংযোগ দেওয়া হয়।

কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো.আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৬নং এলাকা লোহাগড়া উপজেলা পরিচালক অধ্যাপক আবু আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র এলাকার সাবেক ইউপি মেম্বর মো. বাকিয়ার রহমান, শ্রমিক নেতা মো মিজানুর রহমান, সমাজ সেবকমো. নজরুল ইসলাম সাংবাদিক মো, শাহাজান সাজু প্রমুখ।

এ সময় এলাকা পরিচালক বিদ্যুৎ বিভাগের নির্মিত বিশেষ ঘরে সুইচ দিয়ে এ উদ্বোধনের সুচনা করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান । এছাড়া বিদ্যুতের সঠিক ব্যবহার ও বিদ্যুৎ বিল সময় মত পরিশোধ করার জন্য অনুরোধ জানান।

এদিকে উপজেলার ইতনা ইউপি’র রাধানগর ও কুমারডাঙ্গা গ্রামে ১৫৬ পরিবারের মধ্যে আজ সকালে (৪ অক্টোবর) নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। ইতনা ইউপি’র রাধা নগর বাজারের গ্রোথ সেন্টারে ইউপি সদস্য মো. মামুন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৬নং এলাকা লোহাগড়া উপজেলা পরিচালক অধ্যাপক আবু আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো. রকেট শেখ,সেনা সদস্য (অব)আবুল কালাম, ইউপি সদস্য আল আমিন শেখ,হেমায়েত শেখ, আল হেলাল, মো.নজরুল ইসলাম প্রমুখ।