নড়াইলে মানবাধিকার সুরক্ষা ও আইনগত সহয়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
12

স্টাফ রিপোর্টার

বুধবার (২৫ সেপ্টেম্বর) নড়াইলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে নড়াইলে মানবাধিকার সুরক্ষা ও আইনগত সহয়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা ব্রাক এর উদ্যোগে বেলা ৪.৩০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপত্বি করেন নড়াইল বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার আলী খন্দকার। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আর মাসুদ, নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরসেদুল আলম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্সেদা, সিনিয়র সহকারী জজ তাকিয়া সুলতানা, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ সৈয়দ মোহম্মদ আলী,,নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এ্যাডঃ উত্তম কুমার ঘোষ, এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিমূল ইসলাম, ব্রাক এর গোলাম কিবরিয়া, বিভাঞ্জন বিশ্বাস, সাধন কুমার নন্দী প্রমুখ। বক্তারা নড়াইলে গরীব ও অসহায় মানুষ যেন আইনগত সহায়তা পায় এজন্য সকলকে এগিয়ে আসার আহবান করেন ।