নড়াইলে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

0
75

স্টাফ রিপোর্টার

নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। সোমবার নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে আশ্রম ও মিশন চত্বরে এ মন্দিরের উদ্বোধন করেন প্রধান অতিথি আমেরিকার সেন্ট লুইস বেদান্ত সোসাইটির অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চেতনানন্দজী মহারাজ।

নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলিকাতা বেলুড় মঠের সহ-সাধারন সম্পাদক স্বামী বোধসারানন্দ মহারাজ, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু , নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাগণ, রামকৃষ্ণ ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস জানান, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন চত্বরে আনুমানিক ২ কোটি টাকা ব্যয়ে এ মন্দির ভবন নির্মাণ করা হবে।