নড়াইলে চাল আত্ম*সাতের ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও সচিবের কারাদ*ণ্ড

351
903

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৩ মেট্রিক টন ভিজিএফের চাল আ*ত্মসাতের ঘটনায় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিবকে তিনদিন করে কারাদ*ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউপি সচিব অসিম কুমার বিশ্বাস। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের তিন মেট্রিক টন চাল যথাযথ ভাবে বিতরণ না করে ইউনিয়নের রুখালি বাজারে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের দোকানঘরে আ*ত্মসাতের চেষ্টা করেন তারা। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের দ*ণ্ডাদেশ দেন এবং চালগুলো জব্দ করেন। এক হাজার ১৭৯ হতদিরদ্র মানুষের মাঝে বিতরণ করার কথা থাকলেও মাত্র ২০৫ জনকে দেয়া হয়েছে।