ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

3
7

স্টাফ কোয়ার্টার

নড়াইলে বিভিন্ন সরকারি/বে-সরকারি প্রতিষ্ঠান, বাড়ির আঙ্গিনা, রাস্তার পাশের ঝোপ, ঝাড়, জলাশয়, ড্রেন, হাট বাজার প্রভৃতি স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি জেলা প্রেশাসকের চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ও জন সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান বিকাল ৩টা পর্যন্ত জেলার সকল স্থানে চলতে থাকে।

জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়াম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সি, গণপূর্ত বিভাগের নির্বাহী মোঃ আহসান হাবিব,সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রাজনীতিবিদ এ সময় উপস্থিত ছিলেন।