নড়াইলের কালিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৪০০ ফল গাছের চারা বিতরণ

649
19
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

সোমবার (১৫ জুলাই) নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপি ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। কালিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠানের পর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যামে মেলা উদ্বোধন করা হয়।

কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবু রায়নহান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, বিএম শুকুর আলী প্রমুখ।

ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির ৪০০ ফল গাছের চারা বিতরণ করেন ইউএনও মো.নাজমুল হুদা। বিশ্ব বরেণ্য নৃত্য শিল্পী উদয় শংঙ্কর ও সেতার বাদক রবি শংঙ্করের পৈত্রিক বাড়ি কালিয়া ডাক বাংলো চত্ত্বরে অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষমেলাটি।