রাজধানীর পল্লবীতে ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা

0
14

স্টাফ রিপোর্টার

সোমবার (১৫ জুলাই) রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার নেতৃত্বে এই এলাকায় বাজার তদারক পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণের অপরাধের অপরাধে পল্লবী হোটেলকে ১০ হাজার টাকা, ফারুক হোটেলকে ১০ হাজার টাকা, হট প্লেটকে ৫০ হাজার টাকা, ঝাল হোটেলকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ফ‍্যামিলি ফার্মাকে ৫০ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।