নড়াইলে পাটজাতপণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা

3
16

স্টাফ রিপোর্টার

সোনালী আশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুজিবুর রহমান সহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, মাদকের মত পলিথিনকে না বলে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।