নড়াইলের তিনটি উপজেলায় মোট ৫১৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

7
38

স্টাফ রিপোর্টার

নড়াইলে ঈদের প্রধান জামায়াত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮মে) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া বরাশুলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, নড়াইল পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে সকাল ৮টা, রূপগঞ্জ জামে মসজিদ ঈদগাহ, মাছিমদিয়া ঈদগাহ, রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার তিনটি উপজেলায় মোট ৫১৯ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ সহ সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।