সহিংস হয়ে উঠছে রোহিঙ্গা জনগোষ্ঠী

2
27

নিউজ ডেস্ক

ক্রমশঃ সহিংস হয়ে উঠছে কক্সবাজারে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সংঘাতের ঘটনার পাশাপাশি সামান্য বিষয়ে হামলা, সংঘর্ষ, খুন, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে মিয়ানমারের বাস্তুচ্যুত এই রোহিঙ্গা সম্প্রদায়। এরফলে স্থানীয়দের মাঝে সঙ্কা ও উদ্বিগ্নতা দেখা দিচ্ছে।

গত ২১ ফেব্রুয়ারি উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি ব্লকে রোহিঙ্গারা জার্মানির ৩ সাংবাদিকসহ এক স্থানীয়কে মারধর করে। এখন প্রায়শই এ ধরণের ঘটনা রোহিঙ্গা ক্যাম্পে ঘটছে। জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, খুন এখন দৈনন্দিনের ব্যাপার।

পরিসংখ্যান বলছে, গত দেড় বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৩২ জন মারা গেছে নানা ঘটনায়। মোট ৩১২টি ঘটনায় আসামি হয়েছেন ৬৫০ জন। স্থানীয়দের দাবি, ক্যাম্পের ভেতরেই গড়ে উঠেছে বিভিন্ন গ্রুপ। ক্যাম্পের বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত। যার উদ্দেশ্য, মিয়ানমারে প্রত্যাবাসন ও ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া বানচাল করা। এরইমধ্যে এখানে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে ১৩টি, মাদক সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে ১১০টি, অপহরণ ৭টি, এছাড়া ডাকাতি, মানবপাচারসহ আরো অপরাধ সংঘটিত হয়েছে।

সচেতন মহল বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে, যা আমাদের জন্য ভয়ংকর হবে।

তবে পুলিশ কর্মকর্তাদের মতে, নানা কারণে রোহিঙ্গারা সহিংস হয়ে উঠছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, অপরিকল্পিতভাবে বিভিন্ন বাজার গড়ে উঠছে। এগুলোর ভাড়া ও চাঁদা নিয়ে তাদের মধ্যে বিভেদ রয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। আর এই দুই উপজেলায় স্থানীয় বাসিন্দা ৫ লাখের মতো।

সূত্রঃ সময় টিভি

https://youtu.be/LP2u2wX8n24