নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

0
9

স্টাফ রিপোর্টার

“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি পালন উপলক্ষে ৭ এপ্রিল রবিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও শিশু স্বাস্থ্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিবসের সকালে সদর হাসপাতাল থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ আসাদুজ্জামান সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সির সভাপতিত্বে, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুল আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মিনা হুমাউন কবির, পিকেএসের জেলা কর্মকর্তা চন্দন মূর্খাজী, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভঞ্জন বিশ্বাস, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহরের আলাদাৎপুর পিকেএস, সূর্যের হাসি ক্লিনিকে শিশু স্বাস্থ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।