নড়াইলে এক সপ্তাহে ১লক্ষ ৭২৯৮২ জনকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে

0
15

স্টাফ রিপোর্টার

নড়াইলে “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য বিভাগ, নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সি।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম রেজা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোঃ ফোরকান মোল্যা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুল ইসলামসহ স্বাস্থ্য সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সপ্তাহে ৫-১৬ বছর বয়সী জেলায় মোট ১লক্ষ ৭২ হাজার ৯ শত ৮২ (মাধ্যামিক বিদ্যালয়ের মোট ৬৫ হাজার ২ শত ১৮ জন ও প্রাইমারি বিদ্যালয়ে ১লক্ষ ৭ হাজার ৭ শত ৬৪ জনকে) জনকে ১টি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।