নড়াইলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
65

স্টাফ রিপোর্টার

নড়াইলে পতেং, কোয়ারে, চিল, জের, মানুষসহ রং-বেরঙের নানা ধরণের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সীমাখালি যুব সংঘের আয়োজনে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালি মধ্য পাড়ার বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় যৌথভাবে নড়াইলের জায়াদ ও অহি -১ম স্থান, সীমাখালির জিহাদ- ২য় এবং সীমাখালির সাইফুল ৩য় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। ৫০টির অধিক বিভিন্ন ধরনের ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্ল্যার সভাপতিত্বে কমিটির কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্যব্যাক্তিবর্গসহ কয়েক’শ দর্শক-এ সময় উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।