নড়াইলে কো-অপারেটিভ সোসাইটির উচ্চ হারে সুদ নেয়ার অভিযোগ

2
29

স্টাফ রিপোর্টার

শাহ মহ্ছেন আউলিয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নড়াইল সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে উচ্চ হারে সুদে ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। রমরমা এ ব্যবসায় ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হচ্ছে এ উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসিন।

জানা যায়, ক্ষুদ্রঋণ দেয়ার নামে এ প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রামের সাধারণ মানুষদের প্রতারিত করছে। কম সুদে ঋণ দেয়ার কথা বললেও কো-অপারেটিভ সোসাইটির মালিক রাসেল উচ্চ হারে সুদ নিচ্ছে। সদর উপজেলার দেবভোগ, শেখহাটি, গোবরা, আফরা ও আগদিয়া বাজারের অনেক ব্যবসায়ী রাসেলের সুদে সমিতির জালে আটকা পড়ে সর্বশান্ত হচ্ছে। কম সুদে সহজ কিস্তিতে ঋণ দেয়ার প্রলোভন দিয়ে নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুদদের তার সুদে সমিতির জালে আটকে দিচ্ছে। সারাদিন কাজ শেষে প্রাপ্ত টাকা সুদ বাবদ দিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এতেও সুদের টাকা পরিশোধ হচ্ছে না। তারপর আসল টাকা-তো রয়েই যাচ্ছে। সুদের টাকা দিতে দেরি হলে রাসেলের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে দোকানে হামলা চালায়। একই ভাবে এ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বিপাকে পড়েছেন সদরের মুলিয়া বাজারের কমপক্ষে ২০জনসহ অন্যন্য স্থানের আনুমানিক ৫০জন ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা সকলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বাহির গ্রাম বাজারের অনিমেশ শীল বলেন, ‘সেবার নামে সুদে সমিতি খুলে উচ্চহারে সুদের ব্যবসা করছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সারাদিন কষ্ট করে যা আয় করছে, দিনের শেষে রাসেলের আদায়কারীরা এসে তা নিয়ে যাচ্ছে।’

একই বাজারের গ্রাম্য ডাক্তার মিলন কুমার জানান, ‘উচ্চ হারে সুদ দিতে গিয়ে সংসার চালাতে পারছি না। রাসেল শতকরা ২০ টাকা হারে সুদ নিচ্ছে।’

কো-অপারেটিভ সোসাইটির মালিক রাসেল এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমার বৈধ কাগজপত্র আছে। আমার প্রতিষ্ঠান অনেক কম সুদে ঋণ দেয়।’