নড়াইলে মোবাইল এবং শিশু ও নারী সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

0
12
নড়াইলে মোবাইল এবং শিশু ও নারী সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
নড়াইলে মোবাইল এবং শিশু ও নারী সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে “মোবাইল সাংবাদিকতা এবং শিশু ও নারী সাংবাদিকতা বিষয়ক রির্পোটিং” এর ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ও জেলা পরিষদ হল রুমে পৃথকভাবে বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউটের (পিআইবি) আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়। সকাল ১০টায় পিআইবির প্রশিক্ষক এবং এ প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী মোঃ শাহ আলাম সৈকতের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড.জামিল খান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামিমুল ইসলাম টুলু।

বক্তরা জানান, বাংলাদেশে মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ এই প্রথম। নড়াইল জেলার সাংবাদিকদেরকে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিবেদন তৈরির প্রচলিত কর্মকৌশলে মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য প্রতিবেদন তৈরিতে পারদর্শী করা।

এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোবাইল সাংবাদিকতায় ৩৫ জন এবং শিশু ও নারী সাংবাদিকতায় ৩০ জন সহ মোট ৬৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।