নড়াইলের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

23
9

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় দুদিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাদিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, বিশেষ অতিথি চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখিল রঞ্জন সাহা, প্রলয় কান্তি সমাদ্দার, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ তারিকুল ইসলাম, চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এসময় তিনি বিদ্যালয়ের নিরাপত্তায় সিসি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুত ব্যক্ত করেন।

গত ২৯ ও ৩০ জানুয়ারি দু’দিনব্যাপী প্রতিযোগিতায় লম্বা লাফ, ব্যাঙ লাভ, বস্তা দৌড়, খরগোস দৌড়, বেতলাফ, মোরগ লড়াই, গোলক নিক্ষেপ, চাটকি নিক্ষেপ, বালিশ বদল, সুচে সুতা ভরা, একক অভিনয়, যেমন খুশি তেমন সাজো, কবিতা আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে তিন শতাধিক কোমলমতি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।