শাহজাদপুরে আরেকটি হাইস্কুল হবে, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এমপি স্বপন

10
40

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজাদপুর পাইলট হাইস্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় পাইলট হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক জনাব এসএম সাইফুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব শামিমা নাহার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন, থানা নির্বাহী অফিসার জনাব খাজা গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার ভুমি জনাব মোহাম্মদ হাসিব সরকার।

বক্তৃতায় মাননীয় এমপি হাবিবুর রহমান স্বপন মহোদয় জানান, পাইলট হাইস্কুল সরকারি করণ হওয়ায় স্থানীয় অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পায়না। তাই পাইলট হাইস্কুলে দ্বিতীয় শিফট চালুর এবং শাহজাদপুর পৌর শহরে আরেকটি হাইস্কুল নির্মাণে বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করা হবে। বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দঃ

জনাব মোঃ আনোয়ার হোসেন, জনাব মোঃ আব্দুল মজিদ, জনাব মোঃ রুহুল আমিন, জনাব মোঃ ফজলুল হক, জনাব মোঃ মোজাম্মেল হক, জনাব শশাংক শেখর বসাক, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, জনাব মোঃ আলতাফ হোসেন।