নড়াইলে ট্রাফিক সপ্তাহ’র শুরুতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

0
13

স্টাফ রিপোর্টার

জঙ্গী মাদক প্রতিকার, নড়াইল জেলা পুলিশের অঙ্গীকার; পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন- এ শ্লোগানে নড়াইলে ট্রাফিক সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। ট্রাফিক সপ্তাহ ২০১৯ উপলক্ষে রবিবার ২৭ জানুয়ারী দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এমের নেতৃত্বে পুলিশের কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনালে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন আহমেদ, নড়াইল সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইলিয়াচ হোসেন, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস নিরাপদ সড়কের সভাপতি মোঃ খায়রুল আলম প্রমুখ।

নড়াইলে মোট পাঁচটি চেকপোস্টে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। বৈধ কাগজ সঙ্গে নিয়ে যাতায়াতের জন্য রজনী গন্ধা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে নড়াইল পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এম বলেন, পুলিশ সপ্তাহের মুল লক্ষ্য জনগনকে ট্রাফিক সেবা, থানার সেবা দেওয়া। তাছাড়া নড়াইলকে মাদক মুক্ত, জঙ্গী মুক্ত করে নড়াইলকে বসবাসের শ্রেষ্ঠ স্থান হিসাবে গড়ে তুলব। উল্লেখ্য, নড়াইলে ২৭ জানুয়ারী হতে ২ ফ্রেরুয়ারী পযর্ন্ত পুলিশ সপ্তাহ চলবে।