অভিভাবক দিবসে উদ্বিগ্ন নড়াইলের অভিভাবকগণ

0
13

স্টাফ রিপোর্টার

রবিবার (২৭জানুয়ারী) নড়াইলে অভিভাবক দিবস উপলক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের সাথে বেলা ১১টায় নড়াইল সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছায়েদুর রহমান, পুলিশ সুপারের সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমী প্রমুখ।

অতিথিদের পাশাপাশি অভিভাবকরা নিজেদের সন্তানেরা যেন নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে সেজন্য বখাটেদের উপদ্রব বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এছাড়া অতিরিক্ত ক্লাসের চেয়ে ক্লাসের পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা কামনা করেন। এসএসসি পরীক্ষার প্রাক্কালে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় পড়াশোনার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিকল্পভাবে পাঠদান চালু রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।