নড়াইলে জাতীয় শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

3
8

স্টাফ রিপোর্টার

নড়াইলে দুইদিনব্যাপী জেলা পর্যায়ের জাতীয় শিশু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) শিশু একাডেমি চত্বরে বাংলাদেশ শিশু একাডেমি নড়াইলের আয়োজনে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

জেলা শিশু একাডেমির কর্মকর্তা ওয়ালিউর রহমানের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা (অবঃ) শিক্ষাবিদ ইউসুফ আলী, অধ্যক্ষ রওশন আলী, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি সৈয়দ খায়রুল আলম, জেলা শিশু একাডেমির কর্মকর্তাগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৬২ টি ইভেন্টে (ক্রিড়া, চিত্রাংকন ও সাংস্কৃতিক) তিন উপজেলার বিজয়ী দেড়শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এরমধ্যে দেশাত্মবোধক গ্রুপে ঈপ্সিতা বকসী, রবীন্দ্র ও নজরুল সংগীত- ক-গ্রুপে নবনিতা বিশ্বাস, হামদ-নাথ খ গ্রুপে তাবাসুন তানজিন, তবলা ক-গ্রুপে- অচ্চক বিশ্বাস প্রথম স্থান অধিকার করেন।