নড়াইলে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ১০ দিনব্যাপী সুলতান মেলা

6
73

স্টাফ রিপোর্টার

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দশ দিনব্যাপী সুলতান মেলা। নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে দশ দিনব্যাপী এ মেলা চলবে ৮ই মার্চ পর্যন্তু।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু , জেলা প্রশাসনের কর্মকর্তা, এস,এম ,সুলতান ফাউন্ডেশনের কমকর্মকর্তাগন ও সদস্যগনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
দশদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, চিত্র প্রদর্শনী, চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, প্রতিদিন এস এম সুলতানের জীবন ও কর্মের উপর আলোচনা, লাঠিখেলা, ভলিবল, কুস্তি, সুলতান পদক প্রদান, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।