হলস-রুশোর জোড়া সেঞ্চুরিতে চিটাগং’র বিপক্ষে বড় জয় পেল মাশরাফীর রংপুর

202
10

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসরের ৩০তম ম্যাচে  চিটাগং ভাইকিংসকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফীর রংপুর রাইডার্স। চিটাগং পর্বের দ্বিতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর। শুরুতেই ক্রিস গেইল ব্যর্থ হলেও টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন এ্যালেক্স হলস। সেঞ্চুরি পেতে তাকে খেলতে হয়েছে ৪৮টি বল। পাঁচটি ছয় এবং ১১টি চার-এ ১০০ রানে আউট হন হলস। তার মত ব্যাটে ঝড় তুলেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো। ৫১ বলে আটটি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ১০০* রানে অপরাজিত থাকেন তিনি। জোড়া সেঞ্চুরিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ ২৩৯ রান সংগ্রহ করে রংপুর রাউডার্স। বিপিএলের ইতিহাসে এটাই কোন দলের সর্বোচ্চ রান। চিটাগং ভাইকিংসের আবু জায়েদ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

জয়ের জন্য ২৪০ রানের টার্গেটে খেলতে নেমে তেমন সুবিধা করতে পারেনি চিটাগং ভাইকিংস এর ব্যাটসম্যানেরা। দলের পক্ষে ৪৮ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন ইয়াসির আলী। ৩টি ছক্কা ও ৬টি চার হাকান ইয়াসির। এরপর ৩ ছক্কা মেরে ১১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন চিটাগং এর অধিনায়ক মুশফিকুর রহিম। আজও অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ৪ ওভারে ৩৪ রানে তিনি ৩ উইকেট নেন। ফরহাদ রেজাও ৪ ওভারে ২৯ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। ৯ ম্যাচে ৫ জয় দিয়ে পয়েন্ট টেবিলে ৩য় স্থানে চলে এসেছে মাশরাফীর রংপুর।

সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স- ২৩৯/৪, ২০ ওভার (হেলস ১০০, রুশো ১০০*, আবু জায়েদ ২/৩৫। চিটাগং ভাইকিংস- ইয়াসির আলী ৭৮, মাশরাফী ৩/৩৪। ম্যাচ সেরাঃ এ্যালেক্স হলস।