মাশরাফীর রংপুরকে হারিয়েছে সাকিবের ঢাকা

68
8

নিউজ ডেস্ক

রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উত্তেজনাপূর্ণ নবম ম্যাচে রংপুরকে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে হ্যাট্টিক জয়ের স্বাদ নিলো ঢাকা। চার ম্যাচে দ্বিতীয়বার হেরেছে রাইডার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। সাকিব ৩৭ বলে ৩৬ রান করেন।

রংপুরের পেসার শফিউল ৩টি, ইংল্যান্ডের খেলোয়াড় বেনি হাওয়েল-সোহাগ গাজী ২টি করে উইকেট লাভ করেন। মাশরাফীর দখলে যায় ১টি উইকেট।

১৮৩ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান পর্যন্ত যেতে সক্ষম হয় মাশরাফীর রংপুর। ৪ ওভারে ২৬ রান দিয়ে ঢাকার আল ইসলাম তুলে নেন ২৬ রানে ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ঢাকা ডায়নামাইটস : ১৮৩/৯, ২০ ওভার (পোলার্ড ৬২, সাকিব ৩৬, শফিউল ৩/৩৫)।
রংপুর রাইডার্স : ১৮১/৯, ২০ ওভার (রৌসু ৮৩, মিথুন ৪৯, ইসলাম ৪/২৬)।

ফল : ঢাকা ডায়নামাইটস ২ রানে জয়ী।
ম্যাচ সেরা : আল ইসলাম (ঢাকা)