বিপিএল’১৯ এর উদ্বোধনী ম্যাচে মাশরাফীর রংপুরকে হারিয়েছে মুশফিকের চিটাগং

0
19

স্পোর্টস ডেস্ক

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

ম্যাচে টস জিতে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নেন। রংপুরের ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। ৩৫ রানে ৭ উইকেট হারায় রংপুর। এরপর ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯৮ রান পর্যন্ত যেতে সক্ষম হয় রংপুর রাইডার্স। বোপারা ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে সর্বোচ্চ ৪৪ ও গাজী ২১ রান করেন। চিটাগং-এর ফ্রাইলিংক ১৪ রানে ৪ উইকেট, আবু জায়েদ-নাইম হাসান ২টি করে উইকেট নেন।

জবাবে চিটাগং শুরুটা ভালো করতে পারেনি। ১৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় রংপুর। চিটাগং এর পক্ষে শেহজাদ ২৭ ও মুশফিক ২৫ রান করেন। রংপুরের মাশরাফি ২৪ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

রংপুর রাইডার্স : ৯৮/১০, ২০ ওভার (বোপারা ৪৪, গাজী ২১, ফ্রাইলিংক ৪/১৪)।

চিটাগং ভাইকিংস : ১০১/৭, ১৯.১ ওভার (শেহজাদ ২৭, মুশফিক ২৫, মাশরাফি ২/২৪)।

ফল : চিটাগং ভাইকিংস ৩ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রবি ফ্রাইলিংক(চিটাগং ভাইকিংস)।