আসন্ন সংসদ নির্বাচনে অনাকাঙ্খিত ঘটনা রোধে নড়াইল পুলিশের আগাম তৎপরতা

29
15

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা বিশেষ শাখার সকল অফিসার ও ফোর্সদের সাথে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দীন, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবল হোসেনসহ জেলা বিশেষ শাখার সকল অফিসার ও ফোর্সবৃন্দ। মতবিনিময় চলাকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, একটি জেলার অপরাধ দমনে জেলা বিশেষ শাখার গুরুত্ব অপরিসীম। কারণ সর্বপ্রকার গোপন খবরাখবর এ শাখার মাধ্যমে পাওয়া যায়। সুতরাং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্খিত ঘটনা যাতে ঘটতে না পারে সে লক্ষে জেলা বিশেষ শাখাকে আরও বিশেষ সজাগ দৃষ্টি রাখতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্যও তিনি নির্দেশনা দেন। সেই সাথে পূর্বের ন্যায় এবারও আরও বেশি পরিশ্রমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্যও তিনি বলেন।