নড়াইলে চূড়ান্ত ধানের শীষ পেলেন ফরিদুজ্জামান ও জাহাঙ্গীর

5
24

স্টাফ রিপোর্টার

নড়াইল-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন পেয়েছেন-জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান।

তবে গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় নড়াইল-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়-অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেনের নাম। পরে ওইদিন রাতে সাজ্জাদ হোসেনের পরিবর্তে আবার বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম চূড়ান্ত করা হয়।

এদিকে গতকাল শনিবার (৮ ডিসেম্বর) রাতে নড়াইল-২ আসনে এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামানকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন-সাবেক এমপি মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, এনপিপির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ও চারদলীয় জোটের সাবেক এমপি বিএনপি প্রার্থী মুফতি শহীদুল ইসলাম। তবে দুদকের একটি মামলায় ১০ বছরের সাজা, বিদেশে অবস্থানসহ কাগজপত্র ঠিক না থাকায় শহীদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।