নড়াইলের লোহাগড়া থানা হানাদার মুক্ত দিবস পালিত

8
12

স্টাফ রিপোর্টার

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৮ ডিসেম্বর ২০১৮ তারিখে নড়াইলের লোহাগড়া থানা মুক্ত দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা সভা, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান।

দিবসটি পালন উপলক্ষে লোহাগড়া হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার জসিম উদ্দিন পি,পি,এম, লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক সহ অনেকে। এছাড়া মুক্ত দিবস উপক্সে থানা ভবন চত্বরে শহীদ হাবিবুর রহমানের কবর জিয়ারত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।