নড়াইলে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৮ পালিত

6
7

স্টাফ রিপোর্টার

“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল ২৭তম আন্তর্জাতিক ও ২০ তম জাতীয় প্রতিবন্ধি দিবস-২০১৮। সোমবার দিবসটি পালন উপলক্ষে জেলা সমাজ সেবার আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও সহায়তা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা সাইদ আহম্মেদ, নারীনেত্রী রাবেয়া ইউসুফ, আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে সহায়তা উপকরণ হিসাবে ১০টি সাদাছড়ি, ২টা হুউল চেয়ার, ১ টা ট্রাই সাইকেল এবং ২০ জন প্রতিবন্ধীকে ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।