রোববার অধিনায়ক মাশরাফীর মনোনয়ন পত্র সংগ্রহ

7
82

স্টাফ রিপোর্টার

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে রবিবার (২৫ নভেম্বর) জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হবে। শনিবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস এবং মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সময় মাশরাফী উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখন জানা যায়নি।

মাশরাফীর বাবা জানান, রবিবার সকালে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার-এর কার্যালয় থেকে মাশরাফীর নির্বাচনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস জানান, রবিবার মাশরাফীর পক্ষে মনোনয়ন পত্র কেনা হবে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফীকে নৌকার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপার। গত ২০ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন’ মাশরাফী। এর আগে ১১ নভেম্বর র্বতমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে ওবায়দুল কাদেরের হাত থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন ক্রিকেট দলপতি মাশরাফী।

এদিকে নড়াইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে মাশরাফীর পক্ষে নৌকা প্রতীকের হয়ে নির্বাচন করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি শেখ ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ এস এম ফজলুর রহমান জিন্নাহ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর হোসেন সিদ্দিকী, বিএম রশীদ, অ্যাডঃ ওমর ফারুকসহ অনেকে। সভায় সংগঠনের নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
সভায় নড়াই-২ আসনে নৌকা প্রতীক নিয়ে মাশরাফীকে বিজয়ী করে জননেত্রী শেখহাসিাকে আবারও ক্ষমতায় আনার জন্য সংগঠনের সকলকে এক হয়ে কাজ করারআহবান জানানো হয়।