নড়াইলে আ’লীগ নেতার বসত ঘরে আগুন

29
30

স্টাফ রিপোর্টার

সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের বসত ঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) গভীর রাতে চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক কারণে তার ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

ফসিয়ার রহমানের অভিযোগে জানান, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ করার কারণে বিএনপি-জামায়াতের লোকজন তাকে বেদম মেরে জখম করে। তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসা করায় এবং ঘর নির্মান করতে ১ লাখ টাকা দেয়। সেই শত্রুতা এখনও রয়ে গেছে। এরই জের ধরে চৌগাছা গ্রামের জামায়াত-শিবির সমর্থীত সিরাজ শেখ ও আয়ুব ভুইয়ার নেতৃত্বে আনুমানিক ১৫-২০জন গভীর রাতে বসত ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ঘরের তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে এবং আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে আসবাবপত্রসহ সব শেষ। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফসিয়ারের স্ত্রী পিয়া বেগম জানান, ঘুমের ঘরে হঠাৎ আগুন দেখে প্রানের ভয়ে চিৎকার করতে থাকি। ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়ায় তারা ঘর থেকে বের হতে পারেনি। চিৎকার করলে প্রতিবেশিরা তাদেরকে ঘরের তালা ভেঙ্গে উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, আগুন লাগার বিষয়টি শুনার সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবে নেয়া হবে।