নড়াইলে পালিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

8
9

স্টাফ রিপোর্টার

“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক দুযোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার (১৩ অক্টোবর) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বেগম আঞ্জুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নারীনেত্রী বেগম রাবেয়া ইফসুফ, আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।