নড়াইলে ১০ টাকা দরে হত দরিদ্রদের মাঝে চাল বিক্রীর উদ্বোধন

10
53

স্টাফ রিপোর্টার

“শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা দরে হত দরিদ্রদের মাঝে চাল বিক্রীর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে তুলারাম ইউনিয়নের তুলারামপুর বাজারে সদর উপজেলা খাদ্য অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উদ্বোধন রবিবার হলেও জেলার সব জয়গায় আজ সোমবার থেকে চাল বিক্রী শুরু হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোঃ হায়দার আলী লিটু,সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় জেলার মোট ৩৯ ইউনিয়নের ৮০ জন ডিলারের মাধ্যমে ৩৪,৫০৪ জন হত দরিদ্রকে প্রতি মাসে ১০ টাকা দরে ৩০ কেজি চাল দেয়া হবে, এ জন্য প্রতিমাসে ১০৩৫.১২০ মেঃটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

(নড়াইল সদরে- ১৩ টি ইউনিয়ন- হত দরিদ্র-৮৪৫৯ ডিলার-২৫ বরাদ্দ-২৫৩.৭৭০, লোহাগড়ায়- ১২ টি ইউনিয়ন- হত দরিদ্র-১৫৮৪১ ডিলার-৩২ বরাদ্দ-৪৭৫.২৩০,কালিয়ায়-১৪ টি ইউনিয়ন- হত দরিদ্র-১০২০৪, ডিলার- ২৩ বরাদ্দ-৩০৬.১২০)