বেসরকারী প্রাথমিক বিদালয় জাতীয়করণের দাবিতে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন

23
15

স্টাফ রিপোর্টার

৩য়ধাপে জাতীয়করণ থেকে বঞ্চিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহ জাতীয়করণের দাবিতে নড়াইলে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালিন করেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মাহবুব আলী, সাধারণ সম্পাদক কিশোর কুমার গোস্বামী, শিক্ষিকা ফেরদৌসী খানম প্রমুখ।

বক্তারা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর সকল শর্ত পুরণ করা হলেও সারাদেশে ৪ হাজার ১শত ৫৯টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় নেয়া হয়নি। যার ফলে এসব বিদ্যালয়ের শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। মানবিক দিক বিবেচনা করে বিদ্যালয়গুলি জাতীয়করনের দাবি জানান শিক্ষক নের্তৃবৃন্দ।

মানববন্ধনে নড়াইল জেলার জাতীয়করণ থেকে বঞ্চিত ১১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।