ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮, ধ্বংসস্তুপ থেকে জীবিত বালক উদ্ধার

211
11

ডেস্ক রিপোর্ট

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বিমান দুর্ঘটনায় একমাত্র ১২-বছর বয়সী একটি বালক বেঁচে গেলেও বাকী আট আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। বিমানটি উড্ডয়নের পর পাপুয়া প্রদেশে একটি দূর্গম এলাকায় পৌঁছার ৪০ মিনিটের মধ্যেই শনিবার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার ভোরে ওকসিবিল উপজেলার পর্বতের পাশে ঘন জঙ্গল এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ধ্বংসাবশেষ থেকে আটজনের মৃতদেহ এবং ওই একজন বালককেই জীবিত উদ্ধারের কথা জানান পাপুয়া প্রদেশের সামরিক বাহিনীর মুখপাত্র।

আগের দিন বিকালে পাপুয়ার ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে ‘পিলাটাস পিসি-৬ পোর্টার’ উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তানাহ মেরাহ থেকে উড়াল দেওয়া প্রাইভেট চার্টার কোম্পানি ‘ডিমোনাম এয়ার’র ওই উড়োজাহাজে দুই ক্রুসহ মোট নয়জন আরোহী ছিল।

Pic: AFP