সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আটজনের মৃত্যু

8
18

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৮ জন মারা গেছেন। মঙ্গলবার (৩১ জুলাই)  দুপুরে সদর উপজেলার কাদাই-বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাদাই গ্রামের মেঘা শেখের ছেলে আব্দুস সাত্তার, তার ভাতিজা আব্দুল হামিদের ছেলে ছানোয়ার হোসেন, আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ, কাসেমের ছেলে মমিন, আব্দুল আলীমের ছেলে সজীব, আমিনুলের ছেলে রাজু , আবুল হোসেনের ছেলে হাবিব ও মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল। এ ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টং দোকান ডুবে যায়। দুপুরে স্থানীয় ১০-১২ জন দোকানটি উঠিয়ে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সময় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান। পরে তারটি কেটে তাদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিলে আটজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের বেশির ভাগই তাঁত শ্রমিক।