হুমায়ূন আহমেদ তাঁর অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল

8
15

অভিজিৎ কর্মকার

স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলা সাহিত্যের রাজপুত্র, বরপুত্র, যাদুকারী লেখক, নক্ষত্র যাই বলি না কেন কোন বিশেষণই তাঁর জন্য যথেষ্ট নয়। তিনি বাংলা সাহিত্যের এমন এক তুলনারহিত বিষ্ময় পুরুষ, যার তুলনা সে নিজেই।

‘নন্দিত নরকে’ ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসের লেখক হুমায়ূন আহমেদ না ফেরার দেশ থেকে কোনদিনও ফিরে আসবেন না। হিমু, মিসির আলী, মন্টু, নন্দিউনতিম, শুভ্রকে নিয়ে যাদুকারী ভাষায় লিখবেন না নতুন কোন উপন্যস। ময়ূরাক্ষী নদীর কাচ স্বচ্ছ জল, বাদল দিনের প্রথম কদম ফুল, নুহাশ পল্লীর ফুল, পাখি, রূপালী জোছস্না, অঝর বৃষ্টি, বৃক্ষ তাকে আর মোহিত করবে না।

আজ আমরা যারা বেঁচে আছি, একশো বছর পর কেউই বেঁচে থাকবো না, কিন্তু হাজার বছর পরেও কেউ কেউ হিমু, মিসির আলী, নন্দিউনতিম, আনিস, রঞ্জু, মন্টু, শুভ্রকে নিয়ে লেখা উপন্যাসগুলো পড়ে আমাদের মতই মুগ্ধ হবে, অপার বিষ্ময়ে অবাক হয়ে ভাববে বাংলা সাহিত্যের বিষ্ময় পুরুষ (হুমায়ূন আহমেদের) কথা।

প্রিয় হুমায়ূন আহমেদ তাঁর অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল। ভালোবাসায় সিক্ত হবেন অগণিত মানুষের।…

হুমায়ূন আহমেদ  (১৩ নভেম্বর ১৯৪৮-১৯ জুলাই, ২০১২)