নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

16
11

স্টাফ রিপোর্টার

“স্বয়ংসসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপন কমিটি, নড়াইলের আয়োজনে র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন নড়াইল-২ সংসদ সদস্য অ্যাডঃ শেখ হাফিজুর রহমান।

জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ,সহকারি পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজিমউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, এনামুল হক, জেলা মৎস্য অফিসের পরিচালক হোসনে আরা হ্যাপী,সরকারি কর্মকর্তা, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, মৎস্য চাষী, মৎস্য ব্যাবসায়ী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।