নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

55
12

স্টাফ রিপোর্টার

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও প্রচারের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, সহকারী পরিচালক ভোক্তা মোঃ মামুনুল হাসান, নড়াইল চেম্বারের সভাপতি মোঃ হাসানুজ্জামান, রূপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক শন্তু ঘোষ,সরকারি কর্মকর্তা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, ব্যাবসায়ী, সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিগণ মোট ৪০ জন এ সময় উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সঠিক বাস্তবায়ন এবং জনসচেনতা বৃদ্ধির লক্ষে এর ব্যাপক প্রচারের বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়।