নড়াইলে ঈদ উপলক্ষে পুনর্বাসিত ১শ ৯৬জন ভিক্ষুকের মধ্যে ঈদ উপহার বিতরণ

54
68

স্টাফ রিপোর্টার

নড়াইলে প্রশাসনের উদ্যোগে ঈদ উপলক্ষে গত দু’দিনে ১শ ৯৬জন পুনর্বাবাসিত ভিক্ষুকদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার (৬জুন) সদর উপজেলা অডিটরিয়াম হলরুমে সদরের জলার তুলারামপুর, মুলিয়া, চন্ডিবরপুর ও হবখালী ইউনিয়নের ৯৪জন পূনর্বাসিত উপকারভোগী ভিক্ষুককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম পরিবার প্রতি ৩০ কেজি চাউল, ১কেজি চিনি, ১কেজি সেমাই, ১কেজি সোলা, ১কেজি তেল ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ সময় নড়াইল সদর সহকারি কমিশনার (ভুমি) আজিমউদ্দিন, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়া, তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারি প্রমুখ উপস্থিত ছিলেন ।

এর পূর্বে গত সোমবার নড়াইল পৌর এলাকার ১০২জন ভিক্ষুকের মাঝে ঈদের উপকরণ সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার মোট ৮০০ জন পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে ঈদ উপকরণ সামগ্রী বিতরণ করা হবে।