কালিয়ায় জন শুমারীতে লোক নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ

2
38
কালিয়ায় জন শুমারীতে লোক নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ
কালিয়ায় জন শুমারীতে লোক নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় জন শুমারী ২০২১ এর লোক নিয়োগ কমিটির
সদস্য সচিব মো.শামীম হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও অর্থ
বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ওই নিয়েগের ক্ষেত্রে শামীম হোসেন ক্ষমতার অপব্যবহার ও প্রার্থীদের প্রবেশপত্র না দেয়া,পছন্দের প্রার্থীদেরকে নিজের মোবাইল ফোন থেকে ম্যাসেজ দেয়। আবেদনপত্র যাচাইবাছাই ছাড়াই অযোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের সুয়োগ করে দেয়। এছাড়া বিভিন্ন অনিয়মের মাধ্যমে মোটা অংকের অর্থ বানিজ্য করেছেন বলে কামরুজ্জামনসহ তিনজন নিয়োগ প্রার্থী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, কালিয়া উপজেলা পরিসংখ্যান
অফিসের পরিসংখ্যান তদন্তকারি ও জন শুমারী ২০২১ এর নিয়োগ কমিটির সদস্য সচিব মো. শামীম হোসেন গননাকারি ও সুপারভাইজার পদে লোক নিয়োগের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ প্রার্থীদের আবেদনপত্র গ্রহনের সময়সীমা শেষ হওয়ার পর অর্থের বিনিময়ে ব্যাক ডেটে প্রার্থীদের আবেদনপত্র গ্রহন করেছেন। সুপারভাইজার ও গননাকারি পদে আবেদনকারিদের মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র না দিয়ে তার নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের মোবাইলে নাম সর্বস্ব
ম্যাসেজ দিয়েছেন। যা অভিযোগকারিরাসহ অনেক প্রার্থী জানতে না
পারায় তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেননি। ইহা ছাড়া অনেক অযোগ্য প্রার্থীর অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন তিনি অর্থের
বিনিময়ে ত্রুটি সংশোধনের সুযোগ করে দেয়।অপরদিকে অযোগ্য
প্রার্থীদের আবেদন বৈধ করে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের সুয়োগ করে দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এপ্রসঙ্গে কালিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান
তদন্তকারি ও নিয়োগ কমিটির সদস্য সচিব মো.শামীম হোসেন
বলেন,‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।অপরদিকে
নিয়োগ বিষয় তথ্য প্রদানে তিনি অপারগতা প্রকাশ করেন।’