চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন

18
9

ডেস্ক রিপোর্ট

চতুর্থবারের মতো ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সোমবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে চতুর্থ বারের মত দেশটির প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন। প্রায় দুই দশক দেশটির শাসক থাকার পর চলতি বছর তিনি আরো ছয় বছরের জন্য নির্বাচিত হলেন।

পুতিন বলেন, ‘রাশিয়ার জন্য সম্ভাব্য সবকিছু করাই আমার দায়িত্ব এবং আমার জীবনের লক্ষ্য।’ তিনি ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকার পর গত মার্চে ৭৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। পুতিন অনুষ্ঠানে তার সমর্থনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন।’

২০২৪ সালে চতুর্থ মেয়াদ মেয়াদ শেষ করতে পারলে ২৪ বছর রাশিয়ার ক্ষমতায় থাকার গৌরব অর্জন করবেন তিনি, যা হবে সোভিয়েত আমলের নেতা জোসেফ স্ট্যালিনের পর দ্বিতীয় সর্বোচ্চ সময় রাশিয়ার ক্ষমতায় থাকার রেকর্ড।

Pic: AFP