নড়াইলে শেষ হল ৩ দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

111
20

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

এ মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফের এ সভাপতিত্বে পুলিশ সপার মোহম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন সিকদার, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলার তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।