এক মাসের মধ্যেই ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানো হবে: অর্থমন্ত্রী

196
10

ডেস্ক রিপোর্ট

অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, ব্যাংকিং খাতে সুদের হার এক মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হবে। তিনি আজ (রোববার) সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘আমি জেনে আনন্দিত যে, ব্যাংকারগণ সুদের হার এক মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’

মুহিত বলেন, হঠাৎ করেই সুদের হার বেড়ে গেছে, তবে চলতি বছর সুদের হার অবশ্যই সিঙ্গেল ডিজিট হবে।
তিনি বলেন, নগদ অর্থ সংকট মোকাবেলায় বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি সংস্থাগুলোর তহবিলের জামানতের অর্থ বর্তমান সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং জনতা ব্যাংক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সুদের হার বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কী কারণে সুদের হার বাড়লো তা নিয়ে আমি নিজেও সংশয়ে আছি। এখন ব্যাংকে নির্বাচনকে কেন্দ্র করে তারল্য সংকট বেড়ে গেছে। এ কারণে সুদের হার বাড়তে পারে। তবে মনে রাখতে হবে নির্বাচনের বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে।’