ঈদ সামনে রেখে ভোক্তা অধিকারের বাজার অভিযান, ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

0
46

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের মসলার বাজার মূল্য পর্যবেক্ষণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৭ জুলাই) রাজধানীর কাওরান বাজারে বাজার মূল্য তদারকিতে এই অভিযান চালানো হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এসময় বাজার তদারকি পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন।

অভিযানকালে মূল্য তালিকা না টানানোর অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। নিত্যপণ্য বিশেষ করে পেঁয়াজ, আদা ও রসুনের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়। এসময় তাদের প্রতিটি পণ্যের মূল্যের তালিকা সঠিকভাবে প্রদর্শনের দিকনির্দেশনা দেয়া হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। ঈদকে সামনে রেখে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।