নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

179
77
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

তিন ছিনতাইকারী যুবক নড়াইলের লোহাগড়ায় এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপাশা-মহাজন সড়কের ঘোষপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীর নাম চন্ডি কুমার ঘোষ (৩৮)। তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের তারাপদ ঘোষের ছেলে।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া ঘোষপাড়ায় চন্ডি কুমার ঘোষের ফ্লাক্সি ও বিকাশের এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে। জেলার কালিয়া উপজেলার মহাজন বাজার সোনালী ব্যাংক লিঃ থেকে ২ লাখ ৬হাজার টাকা উত্তোলন করে চন্ডি লুটিয়ার দিকে আসছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপাশা-মহাজন সড়কের ঘোষপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী যুবক এসে তার পথরোধ করে। পরে তাকে মারধর করে তার নিকট থেকে ওই টাকা ছিনিয়ে নেয়। লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন বলেন, ‘ঘটনাস্থলে নিজে পরিদর্শন করেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।’