নড়াইলে জাতীয় যুব দিবস পালিত

0
7
নড়াইলে জাতীয় যুব দিবস পালিত
নড়াইলে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, সহকারী প্রশিক্ষক মোঃ হায়দার আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর সিদ্দিকী সফল আত্মকর্মী নূর নাহার পারভীন, সফল উদ্যোক্তা হানিফ খালাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সাফায়েত হোসেনসহ অনেকে।

এসময় উপস্থিত যুবরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, যুব উন্নযন অধিদপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুব দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী ও জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।