নড়াইলে বিনামূল্যে শরীফ আতিয়ার রহমান মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
18

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শতাধিক রোগিকে নিজ বাসভবনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন একই পরিবারের ছয় চিকিৎসক। এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগিরা।

শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক, আরেক ছেলে ডাক্তার শরীফ শামীম আতীকসহ তাদের পরিবারের ছয় সদস্য শতাধিক রোগী দেখেন।

এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন-গাইনী ও প্রসূূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, দন্ত ও মুখমন্ডল বিশেষজ্ঞ ডাক্তার শরীফ শামীম আতীক, ডাক্তার শরীফ জায়েদ আতীক, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক গাইনী বিশেষজ্ঞ জান্নাতুন প্রিয়াংকা ও ডাক্তার ফারিহা জেবীন হৃদি।
এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়নে একাধিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখানে চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।