কাঁচা মরিচের ঝাঁজে অতিষ্ঠ নড়াইলবাসি!

0
8
কাঁচা মরিচের ঝাঁজে অতিষ্ঠ নড়াইলবাসি!
কাঁচা মরিচের ঝাঁজে অতিষ্ঠ নড়াইলবাসি! ঝাঝ

স্টাফ রিপোর্টার

সারা দেশের সাথে নড়াইলেও নিত্য প্রয়োজনীয় মালের সাথে কাঁচা মরিচ এর ঝালে নাভিশ্বাস উটছে সাধারণ ক্রেতাদের। জেলার বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রী হচ্ছে কাঁচা মরিচ। রবিবার ছিল নড়াইল শহরের বানিজ্যিক এলাকার রূপগঞ্জ বাজারের হাট। এ হাটে কাঁচা মরিচ প্রকার ভেদে পাইকারি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি বিক্রী হচ্ছে। সেই কাচাঁ মরিচ খুচরা বিক্রী হচ্ছে প্রকার ভেদে ৫শ ২০ টাকা থেকে ৬ শত টাকা কেজি দরে। ১ কেজি নিলে কেউ কেউ ৫শত থেকে ৫ শত ৫০ টাকায়ও বিক্রী করছে। ঈদের দিনও এই কাচাঁ ঝাল বিক্রী হয়েছে ৩শত ৬০ টাকায় । ঈদের পরে ঐ মরিচ জেলার কোথাও কোথায় ৮শত টাকা বিক্রী হয়েছে।

রূপগঞ্জ বাজারের কাঁচা মালের পাইকারি ব্যবসায়ি মোঃ দুলাল মিয়া জানান, আমরা পাইকারি ৪শত ৫০ টাকা কাচাঁ মরিচ বিক্রী করছি, আমাদের কেনা ৪ শত ৯৫ টাকায়, আমরা সরকারের পক্ষে আছি।