আজকের মাশরাফী হবার পেছনে এই মাঠের অবদান অনেক

0
16
আজকের মাশরাফী হবার পেছনে এই মাঠের অবদান অনেক
আজকের মাশরাফী হবার পেছনে এই মাঠের অবদান অনেক

স্টাফ রিপোর্টার

বাসা থেকে মাত্র ২০ গজ দূরের এই মাঠেই আমার ক্রিকেট খেলার হাতেখড়ি। এই মাঠে খেলার সুবাদে আমি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। আজকের মাশরাফী হবার পেছনে এই মাঠের অবদান অনেক। অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠকে ঘিরে। এমপি হবার পর মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করলেও মাঠটি সরকারী হওয়ায় কিছু অফিসিয়াল জটিলতার কারনে বিলম্ব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসায় মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫লাখ টাকা দিয়ে শুরু করেছি। মাঠটির পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে এক কোটি টাকার প্রয়োজন। বিভিন্ন ব্যবসায়ী এবং সরকারি সহায়তায় মাঠটি খেলার উপযোগী করা হবে। আমার বিশ্বাস, মাঠটি খেলার উপযোগি হলে নড়াইল থেকে আরো নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে।’ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শৈশব ও কৈশরের স্মৃতি বিজড়িত এই খেলার মাঠটির উন্নয়ন কাজের উদ্বোধনকালে জনপ্রিয় ক্রিকেট তারকা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এ কথাগুলো বলেন। এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মাঠে যাতে জলাবদ্ধার সুষ্টি না হয় সেজন্য প্রাথমিক পর্যায়ে মাঠটি আরও উঁচু করা হবে এবং ড্রেনেজ ব্যবস্থা করা হবে। আগামি এক’মাসের মধ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাঠের সংস্কারমূলক কাজ শুরু হবে।