কালিয়ায় গ্রাম বাংলার ষাঁড়ের লড়াই

0
39
কালিয়ায় গ্রাম বাংলার ষাঁড়ের লড়াই
কালিয়ায় গ্রাম বাংলার ষাঁড়ের লড়াই

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় গ্রামীণ ‘ষাঁড়ের লড়াই’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যা প্রাচীন বাংলার বিনোদনগুলোর মধ্যে অন্যতম। বুধবার (৩১ মে) বিকালে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখীমারা মাঠে এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সরেজমিন দেখা যায়, ষাঁড়ের লড়াই দেখতে সীমান্তবর্তী জেলা- গোপালগঞ্জ,খুলনা ও বাগেরহাট থেকে নানা বয়সীর কয়েক হাজার মানুষ জমা হয় উপজেলার পাখীমারা মাঠে। এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতায় সব মিলিয়ে ৫০টি ষাঁড় অংশগ্রহণ করে। নানা বর্ণিল রঙে রাঙিয়ে নিজেদের ষাঁড়গুলো মাঠে নিয়ে আসেন ষাঁড়ের মালিকরা। লড়াইয়ের সঙ্গে ষাঁড়দের সাজসজ্জা আর অদ্ভুত নাম প্রতিযোগিতাকে একটি প্রাণবন্ত উৎসবে রূপ দেয়। মুগ্ধ দর্শকদের করতালিতে ষাঁড় ও মালিকদের উৎসাহ যোগাতে দেখা যায়। ষাঁড়ের লড়াই শেষে বিজয়ী ৪টি ষাঁড়ের মালিকদের পুরস্কৃত করা হয়।